ভালবাসা ভালবাসার সংজ্ঞা বিতর্ক, অনুমান, এবং অর্ন্তদর্শনের উপর প্রতিষ্ঠিত। ভালবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালবাসা। তবুও ভালবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালবাসা থেকে পৃথক করা যায় না। ভালবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালবাসা, ধর্মীয় ভালবাসা, আত্মীয়দের প্রতি ভালবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে... এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালবাসা। সকলের সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে ধন্যবাদ সবাইকে। """""""""M"""""""""
Posts
Showing posts from October, 2019
- Get link
- X
- Other Apps
প্রতিদিন আয় করুন $10 টাকা থেকে $15+ কোন প্রকার ইনভেস্ট ছাড়া? প্রতিদিন আয় করুন $10 টাকা থেকে $15+ কোন প্রকার ইনভেস্ট ছাড়া? আসুন দেখা যাক কিভাবে। আয় হবে প্রতি ক্লিকে। আপনার এফিলিয়েট লিঙ্কে প্রতিটা ক্লিকের জন্য আপনি পাবেন মিনিমাম $0.04 - ম্যাক্সিমাম $0.65 এবং আপনার এফিলিয়েট লিঙ্কের আন্ডারে ক্লিক করে কেউ রেজিস্ট্রেশন করে মেম্বার হবার পর, সে যা লেনদেন করবে তার ১৫% পাবেন আপনি। এই প্রোগ্রামটি একটি ভেরিফাইড প্রোগ্রাম। অনলাইনে অনেক পজিটিভ রিভিউ আছে এই প্রোগ্রামের। আপনি নিশ্চয় অনলাইন মানি বা ডলারের কথা শুনে থাকবেন। যেমনঃ পেপ্যাল, নেটেলার, পার্ফেক্টমানি, ওয়েব মানি সহ আরো অনেক কিছু। এই মানি বিভিন্ন সময় এক্সচেঞ্জের প্রয়োজন হয়ে থাকে। এই প্রোগ্রামটি অন্য এফিলিয়েট প্রোগ্রাম থেকে কেন বেশি লাভজনক? ১। লিঙ্কে প্রতি ক্লিকে আর্ন করা যায় (PTC নয়) । ২। ভিজিটর যদি কিছুদিন পর আবার ফিরে এসে ক্লিক করে তবে, আর্নিং আরো বেশি। ৩। মিনিমাম $1 আর্ন হলেই পেমেন্ট তোলা যায়। ৪। প্রতিদিন পেমেন্ট তোলা যায়। ৫। পেমেন্ট মেথড Perfec...