লেখাপড়া করেও কেন চাকরি পাই না?
লেখাপড়া করেও কেন চাকরি পাই না? প্রথম আলো ‘আমি মো. মশিদুল হক, সর্বশেষ ৩৬তম বিসিএসে উত্তীর্ণ একজন হতাশাগ্রস্ত নন-ক্যাডার। দীর্ঘ আড়াই বছর একটা বিসিএসের পেছনে সময় ব্যয় করার পর নন-ক্যাডার লিস্টে (তালিকায়) জায়গা পাওয়া খুবই হতাশাজনক ব্যাপার। সাম্প্রতিক বিসিএসগুলোতে নন-ক্যাডার থেকে নিয়োগদানের বিষয় কিছুটা আশাব্যঞ্জক হলেও মন্ত্রণালয়গুলোর পিএসসিতে রিকুইজিশন পাঠানোর অবহেলায় শতভাগ জব (চাকরি) না পাওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। এর মধ্যে আছে কোটার শূন্যপদ সংরক্ষণের নিয়ম। ৩৫তম বিসিএসের নন-ক্যাডারদের সবাইকে কোটা শিথিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হলেও ৩৬তম বিসিএসে কোটা শিথিলসহ শতভাগ নিয়োগের ব্যাপারে আমরা দুশ্চিন্তাগ্রস্ত।’ ৩৬তম বিসিএস নন-ক্যাডার তালিকাভুক্ত এই তরুণের মতো আরও অনেক চাকরিপ্রার্থী প্রথম আলোয় চিঠি লিখেছেন, যাতে দ্রুত তাঁদের নিয়োগ দেওয়া হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। ইতিমধ্যে ৩৭তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে বা হওয়ার পথে। গতকাল ৩৮তম বিসিএসের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, তাতে অংশ নিয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন। ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষা দিয়েছিলেন ২ লাখ ৪৩ হাজার ৫৭৬ ...