মোঃ আবুল কালাম আজাদ মিঠুর রাজনৈতিক জীবনী
মোঃ আবুল কালাম আজাদ মিঠু রিপোর্ট সংগ্রহঃ-কায়সার আহম্মেদ কানন❤️ দীর্ঘ প্রায় ৪৪ বছরের বর্নাঢ্য রাজনৈতিক জীবন। যখন মামার বন্ধুরা পড়ালেখা শেষ করে চাকুরীজীবি অথবা ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তখন উনি রাজনীতিকে ক্যারিয়ারের জীবনের ধর্ম এবং কর্ম মনে করে চালিয়ে যান। যা এখন অবধি চলমান রয়েছে। অনেক পরে আমাদের গোমস্তাপুর বাজারে একটি ছোট্ট হার্ডওয়্যার এর দোকান দিয়েছিলেন।কিন্তু সেটি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার হতে থাকে। মানুষ দোকানে বসে ব্যবসা করার জন্য আর উনি বসতেন রাজনীতি করার জন্য। রাজনীতি করতে গিয়ে অনেকভাবে ক্ষতির সম্মুখিন হয়েছেন। বিএনপি সন্ত্রাসীদের দ্বারা আক্রমনের শিকার হয়। ব্যবসায়িক প্রতিষ্ঠান ছাড়াও বাড়িতে হামলা হয়। উভয় জায়গায় ব্যপক ভাংচুর এবং লুটপাট হয়। অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতি হয়। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না পেরে দোকান বিক্রি করে দেই।রাজনীতি করতে গিয়ে পরিবারকে খুব বেশি সময় দিতে পারেনি। সেই ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি এমন কোন দিন নায় রাত নায় এলাকার লোকজনের জন্য বাইরে যাননি। আজ রহনপুর,কাল চাপাই নবাবগঞ্জ, রাজশাহী এমনকি ঢাকা পর্যন্ত ছু...