Skip to main content

মানুষ মানুষের জন্য।

চাঁপাইনবাবগঞ্জে রক্তাক্ত ব্যক্তিকে সুস্থ করলো জনগণের সেবক পুলিশ


শহর প্রতিবেদকঃ জনগণের সেবক পুলিশ তা আরেকবার প্রমানিত হলো।

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমনুরা বাইপাস স্টেশনের কাছে ১ ব্যক্তি সাইনবোর্ডে ধাক্কা লেগে মাথায় কেটে যায়। রক্তাক্ত অবস্থায় ছুটে এসে পাশের রাস্তায় ডিউটিরত দু’পুলিশ সদস্যকে জানালে আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দিয়ে পরিবারের হাতে সোপর্দ করা হয়েছে।
টি এস আই জাকির হোসেন জানান, সন্ধ্যায় ডিউটি পালন করার সময় এক ব্যক্তি দৌঁড়ে এসে আমাদের কাছে সাহায্য চায়। সে সময় আহত ব্যক্তির মাথা থেকে তাজা রক্ত ঝরছিলো। তিনি আরো জানান, আমনুরা বাইপাসের দু’প্রান্তে সাইনবোর্ড আছে। যা অনেক নিচু। এলাকার মানুষ ও যাত্রীদের দাবি অচিরেই যেন সাইনবোর্ড দু’টি উঁচু করার ব্যবস্থা করা হয়। এমন দুর্ঘটনায় মৃত্যুও হতে পারত।
টি এস আই জাকির হোসেন আরো জানান, বিপদগ্রস্থ মানুষকে সাহায্য করেছি, প্রাথমিকভাবে সুস্থ করার ব্যবস্থা করেছি পাশের ফার্মেসিতে। সেখানে তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। আমি এবং আমার সঙ্গীয় সদস্য গোলাম মাওলা যা যা করা প্রয়োজন তাই করেছি। মানুষ বিপদে পড়লে সাধ্য অনুযায়ি যতটুকু পারি সেবা করে যায়। জনগণের সেবক পুলিশ এটাই বড় সত্য। জনগণকে সাথে নিয়েই কাজ করে যাব বলেও জানান জাকির হোসেন।

Comments

Popular posts from this blog

মোঃ আবুল কালাম আজাদ মিঠুর রাজনৈতিক জীবনী

সকল প্রবাসীদের বীমা